প্রশ্নপত্র ফাঁসে শিক্ষা মন্ত্রণালয়ের তিন কর্মকর্তার কারাদণ্ড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
একটি আলোচিত প্রশ্নপত্র ফাঁসের মামলায় শিক্ষা মন্ত্রণালয়ের তিন কর্মকর্তাকে দণ্ডিত করেছে কুয়েতের আদালত। আল কাবাস আরবি দৈনিকের প্রতিবেদনে জানা যায়, কুয়েতের কোর্ট অব কাসেশন (সর্বোচ্চ আপিল আদালত) এ রায় ঘোষণা করে।
আদালতের রায়ে, শিক্ষা মন্ত্রণালয়ের গোপন ছাপাখানার প্রধানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়, তিনি মাধ্যমিক স্কুলের গোপন পরীক্ষার প্রশ্নপত্র ফটোকপি করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে অন্যদের সরবরাহ করেছিলেন।
এই চক্রে জড়িত আরও দুজন — একজন শিক্ষক ও মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা — ছয় মাসের কারাদণ্ড ও দুই বছরের প্রবেশন পেয়েছেন। প্রবেশনের শর্ত হিসেবে তাদের ভালো আচরণ নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের নথিপত্রে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের সূত্রপাত মন্ত্রণালয়ের নিরাপদ ছাপাখানা থেকেই। মূল অভিযুক্ত কর্মকর্তা দায়িত্বের অপব্যবহার করে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করেন, যা পরবর্তীতে শিক্ষাক্ষেত্রে গুরুতর অবনতি ও অনাস্থার সৃষ্টি করে।
আদালত তার রায়ে উল্লেখ করে, এই অপরাধ শুধু আইন লঙ্ঘন নয়, বরং এটি সরকারি দায়িত্বের চরম লঙ্ঘন এবং জনবিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এই রায় কুয়েতি বিচারব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা পৌঁছে দেয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।