ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা হবে না

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা হবে না
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গুরুতর ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২১ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ থাকলেও এটি স্থায়ী বন্ধ নয়।

আব্বাস আরাগচির এই বক্তব্য এমন এক সময় এলো যখন তেহরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনার প্রস্তুতি চলছে। আগামী ২৫ জুলাই ইস্তাম্বুলে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে ইরান।

আরাগচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের "জাতীয় গর্বের প্রতীক" হিসেবে উল্লেখ করে বলেন, “আমাদের দেশের বিজ্ঞানীদের এই অর্জন আমরা কখনোই ত্যাগ করব না।”

তিনি আরও জানান, মার্কিন হামলায় ফরদোসহ তিনটি পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রযুক্তিগত দিক থেকে ইরান এখনও সক্ষম। তিনি বলেন, “আমাদের প্রযুক্তি বাইরে থেকে আমদানি করা কিছু নয় যে এটি বোমা ফেলে ধ্বংস করা যাবে।”

আক্রমণের পর ক্ষয়ক্ষতি নিরূপণে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা কাজ করছে জানিয়ে আরাগচি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও তার কাছে নেই।

উল্লেখ্য, গত ২২ জুন ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে “সম্পূর্ণ সফল” বলে অভিহিত করেন এবং প্রয়োজনে পুনরায় হামলার হুঁশিয়ারিও দেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ