উপদেষ্টাদের ঘেরাও করলো মাইলস্টোনের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন দুই সরকারি উপদেষ্টা - আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। সাথে আছেন প্রেস সচিবও।
মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের কিছু পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা "ভুয়া, ভুয়া" স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরবর্তী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপদেষ্টারা আশপাশের লোকজনের সহায়তায় দ্রুত স্কুল ভবনের মধ্যে আশ্রয় নেন।
ঘটনাস্থলে থাকা বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, দুই উপদেষ্টা এখনো স্কুল ভবনের ভেতরেই অবস্থান করছেন। পূর্বঘোষণা অনুযায়ী, তাদের সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি।
শিক্ষার্থীদের ক্ষোভের মূল কারণ—এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে উপযুক্ত ও সময়োচিত ঘোষণা না দেওয়া। অনেকেই মনে করছেন, দুর্ঘটনার পরপরই শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্টরা দ্রুত কোনো সিদ্ধান্ত নেননি, যা তাদের মানসিক বিপর্যয় আরও বাড়িয়েছে।
এছাড়া, শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা গোপন করছে। তারা স্বজনদের সন্ধানে বারবার স্কুল প্রাঙ্গণে আসছেন, কিন্তু পরিষ্কার কোনো তথ্য পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করছেন।
এদিকে দুর্ঘটনাস্থলে সাধারণ মানুষ, অভিভাবক ও সাংবাদিকদের ভিড় বাড়ছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আরও ৭৬ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।