হতাহতের তথ্য গোপনের অভিযোগ অস্বীকার করল প্রেস উইং

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সঠিক তথ্য গোপনের অভিযোগ অস্বীকার করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক পরিচয় শনাক্ত ও তালিকাভুক্ত করার কাজ চলছে। যেসব মরদেহ এখনো শনাক্ত করা যায়নি, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
প্রেস উইং আরও জানায়, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু মহল থেকে হতাহতের তথ্য গোপনের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের ভিত্তিহীন দাবি জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, সরকার তথ্য গোপন করছে না। বরং প্রতিটি তথ্য যাচাই করে নির্ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার, সশস্ত্র বাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা তৈরির কাজ করছে। যারা এখনো নিখোঁজ রয়েছে, তাদের তথ্য সংগ্রহে বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া নিখোঁজদের সন্ধানে স্কুলে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কেউ নিখোঁজ থাকলে স্বজনদের দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও সরকার পক্ষের এই বক্তব্য পরিস্থিতি পরিষ্কার করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।