কাশ্মির ও পানি ইস্যুতে পাকিস্তানের আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বৈঠকে ভারতের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান। নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদপ্তরে সোমবার এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিনি ভারতের ‘আগ্রাসী মনোভাব’, ‘বিভ্রান্তিকর প্রচারণা’ এবং ‘চুক্তি লঙ্ঘনের ঘটনা’ তুলে ধরে বলেন, এসব আচরণ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের বরাতে জানা যায়, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াংয়ের সঙ্গে বৈঠকে ইসহাক দার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান ও আফগানিস্তানের অগ্রগতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করেন। একই সঙ্গে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন কর্মসূচি ও বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘকে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী সংস্থা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জাতিসঙ্ঘের ভূমিকা আন্তর্জাতিক সমাজে এখনো অপরিহার্য। তিনি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে গণতান্ত্রিক ও অধিক কার্যকর রূপে গড়ে তোলার পক্ষে মত দেন।
ইসহাক দার জাতিসঙ্ঘের UN80 উদ্যোগ এবং ভবিষ্যৎ চুক্তি প্রস্তাবনার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মিরে ‘অবৈধ কার্যকলাপ’ এবং পাকিস্তানের বিরুদ্ধে ‘উগ্রবাদে সহায়তার অভিযোগ’ নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং শান্তি, উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পাকিস্তানের সহযোগিতার প্রশংসা করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।