ট্রাম্পের নির্দেশে প্রকাশ্যে এলো মার্টিন লুথার কিং হত্যার দলিল

ট্রাম্পের নির্দেশে প্রকাশ্যে এলো মার্টিন লুথার কিং হত্যার দলিল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত বহু গোপন নথি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২ লাখ ৩০ হাজার পৃষ্ঠার এসব নথিতে রয়েছে কিংয়ের ওপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নজরদারির বিস্তারিত বিবরণ। ১৯৭৭ সালের আদালতের আদেশে এতদিন এ নথিগুলো গোপন রাখা হয়েছিল।

নথি প্রকাশের উদ্যোগে মার্কিন গোয়েন্দা বিভাগ, জাতীয় আর্কাইভ, বিচার বিভাগ এবং সিআইএ একসঙ্গে কাজ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে মার্টিন লুথার কিং, জন এফ কেনেডি এবং রবার্ট এফ কেনেডির হত্যাকাণ্ড সংক্রান্ত নথি প্রকাশের নির্দেশ দেন।

তবে কিং পরিবারের পক্ষ থেকে এ পদক্ষেপের বিরোধিতা এসেছে। তাঁর জীবিত দুই সন্তান মার্টিন তৃতীয় ও বার্নিস এক বিবৃতিতে জানান, তাঁদের বাবার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব নথির অপব্যবহার করা হতে পারে। তাঁরা অনুরোধ করেন, এই বিষয়টি যেন সংযম ও সম্মানের সঙ্গে দেখা হয়। পরিবার আরও জানায়, কিং শুধুই এক বন্দুকধারীর হাতে নিহত হননি, বরং এটি ছিল বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। ১৯৯৯ সালের এক দেওয়ানি মামলার রায়ে এমন মন্তব্য করেন একজন বিচারক।

তবে কিংয়ের ভাইঝি আলভেডা কিং এ প্রকাশনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “এটি সত্য প্রকাশের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। জনগণের জানার অধিকার রয়েছে।”

সমালোচকদের মতে, এ নথি প্রকাশ আসলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে থাকা জেফ্রি এপস্টেইনের মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ থেকে নজর ঘোরানোর চেষ্টা।

জেমস আর্ল রে নামের এক পেশাদার অপরাধী মার্টিন লুথার কিং হত্যার দায় স্বীকার করে ৯৯ বছরের সাজা পান। তবে পরে তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন এবং স্বীকারোক্তি প্রত্যাহারের চেষ্টা করেন, যা আদালত গ্রহণ করেনি। তিনি ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ