বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। কলেজ ভবনের ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় হতাহতদের। এখন পর্যন্ত ১৬৫ জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে আটজন কুয়েত মৈত্রী হাসপাতালে, ৪৬ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ২৮ জন সিএমএইচ-ঢাকায়, ১৩ জন লুবনা হাসপাতালে, ৬০ জন উত্তরা আধুনিক হাসপাতালে, একজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে, একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে, দুইজন ইউনাইটেড হাসপাতালে এবং তিনজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান টেকঅফের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ভবনটিতে স্কুল শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন ও আশপাশের এলাকা। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা গুরুতর আহত হন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা। তদন্তে নেমেছে বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের বোর্ড। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ব্ল্যাক বক্স সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক ঘটনায় রাজধানীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক পালন করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।