সাংবাদিকদের নিরাপত্তায় কমিশন গঠনের সিদ্ধান্ত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাংবাদিক ও অনলাইন ব্যবহারকারীদের সুরক্ষায় দুইটি গুরুত্বপূর্ণ বিল অনুমোদন করেছে পাকিস্তান সিনেট। সিনেটর সেলিম মান্দভিওয়ালার উত্থাপিত সংশোধনী বিলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তথ্য প্রকাশে জোরপূর্বকতা রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, কোনো সাংবাদিকের ওপর সহিংসতা চালালে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা হবে। কেউ যদি সাংবাদিককে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করে, তাহলে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড এবং ১ লাখ রুপি জরিমানা আরোপ করা হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে গঠিত হবে "সাংবাদিক সুরক্ষা কমিশন"। এর নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন বিচারক বা অন্তত ১৫ বছরের মানবাধিকার ও গণমাধ্যম সংশ্লিষ্ট আইনি অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। এই কমিশনের সদস্য ও চেয়ারম্যান নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার এবং তাদের মেয়াদ হবে তিন বছর।
কমিশন সাংবাদিক, তাদের পরিবার, সহকর্মী, প্রতিষ্ঠান ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজনে পুলিশ সাংবাদিকদের পরিচয় গোপন রাখার ক্ষমতা পাবে। কমিশনের অধীনে ইসলামাবাদসহ প্রদেশগুলোতে স্থাপিত হবে বিশেষ সেশন আদালত। তবে গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে কমিশন তদন্ত করতে পারবে না—এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।
এছাড়া, সিনেটর মাসরুর আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করে একটি পৃথক বিল উত্থাপন করেন। এতে ১৬ বছরের নিচে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ৫০ হাজার থেকে ৫ কোটি রুপি পর্যন্ত জরিমানা এবং প্রাপ্তবয়স্ক কেউ যদি কিশোরকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেন, তবে ৬ মাসের কারাদণ্ড ও একই পরিমাণ জরিমানার বিধান রাখা হয়েছে।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) এ সংক্রান্ত নজরদারি ও অ্যাকাউন্ট বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই দুই বিলকে পাকিস্তানে মতপ্রকাশের স্বাধীনতা ও তরুণদের ডিজিটাল নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।