১৬ বছরের নিচের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে পারে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের সিনেটে ২১ জুলাই সোমবার ‘সোশ্যাল মিডিয়া (বয়স-নির্ধারিত ব্যবহারকারী) বিল ২০২৫’ উত্থাপন করা হয়েছে, যার লক্ষ্য হলো ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা। সিনেটর সৈয়দ মাসরুর আহসান ও সরমাদ আলী এই বিলটি উত্থাপন করেন।
বিলটির মূল উদ্দেশ্য কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা। বিলটিতে সাইবারবুলিং, আসক্তি, অনুপযুক্ত কনটেন্ট এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের মতো সমস্যাগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সিনেট অধিবেশনে আহসান বলেন, এই আইন প্রয়োজন কারণ অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হয়। তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশেও একই ধরনের আইন কার্যকর হয়েছে।
যদিও নির্দিষ্ট কোনো সামাজিক মাধ্যমের নাম উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, প্রধান সব প্ল্যাটফর্মকেই এই বিধি মানতে হবে। যারা এই বিধি অমান্য করবে, তাদের ৫০ হাজার থেকে শুরু করে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।
এছাড়াও কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট খুলতে সহায়তা করে, তবে তার ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিলটি অনুমোদনের পর এটি আরও পর্যালোচনার জন্য একটি সিনেট কমিটিতে পাঠানো হয়েছে। নীতিমালা কার্যকর হলে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) হবে বাস্তবায়নকারী সংস্থা, যারা বয়স যাচাইয়ের নীতিমালা তৈরি এবং বিদ্যমান অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট মুছে ফেলার দায়িত্ব পালন করবে।
বিশ্বের অনেক দেশেই এমন উদ্যোগ দেখা গেছে, যদিও অধিকাংশ প্ল্যাটফর্মে ১৩ বছর বয়সসীমা থাকলেও তা সহজে ফাঁকি দেওয়া যায়। ফলে এ ধরনের উদ্যোগ নতুন করে ভাবনার দরজা খুলে দিচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।