ইস্তাম্বুলে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠকে ইউক্রেন-রাশিয়া

ইস্তাম্বুলে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠকে ইউক্রেন-রাশিয়া
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ বের করতে ফের আলোচনায় বসছে দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় সোমবার রাতে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, আগামী বুধবার ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

তুরস্ক সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানান, আলোচনার স্থান নির্ধারিত হয়েছে ইস্তাম্বুল। এর আগেও ২০২৫ সালের ১৬ মে ও ২ জুন একই শহরে দুই দফা আলোচনা হয়েছিল, তবে তা কোনো ফলপ্রসূ হয়নি।

জেলেনস্কি নতুন প্রস্তাবনার বিষয়ে বলেন, “আলোচনার বিস্তারিত পরে জানানো হবে।” যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে কিয়েভে রাশিয়ার সর্বশেষ বিমান হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়। এ ঘটনার ঠিক পরপরই নতুন আলোচনার ঘোষণা আসে।

আলোচনায় বন্দী বিনিময় ও দুই রাষ্ট্রপ্রধানের সরাসরি বৈঠকের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানান ইউক্রেনের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে দেওয়া বক্তব্যে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে একটি চুক্তিতে পৌঁছাতে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন। তা না হলে রাশিয়াকে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমানে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

জেলেনস্কি শনিবার দেওয়া এক ভাষণে বলেন, “যুদ্ধবিরতির জন্য আমাদের সবকিছু করতে হবে। সিদ্ধান্ত এড়িয়ে চলা থেকে রাশিয়াকে বিরত থাকতে হবে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর এ যুদ্ধ তৃতীয় বর্ষে পা দিয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন আলোচনাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ