রাশিয়ার তেল কিনলে অর্থনৈতিক যুদ্ধের হুমকি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার কাছ থেকে তেল আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত, চীন ও ব্রাজিল যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তবে ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
গ্রাহাম দাবি করেন, এই তিন দেশ মিলে রাশিয়ার ৮০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি গ্রহণ করছে, যা সরাসরি পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছে। তিনি বলেন, ‘চীন, ভারত ও ব্রাজিল রক্তের দামে কেনাকাটা করছে। আমরা তাদের অর্থনীতি চূর্ণবিচূর্ণ করে দেব।’
তিনি জানান, ট্রাম্প প্রশাসন একটি পরিকল্পনা তৈরি করছে, যার আওতায় রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর শাস্তিমূলক সেকেন্ডারি ট্যারিফ বসানো হবে। এরই অংশ হিসেবে গ্রাহাম একটি বিল উত্থাপন করেছেন, যেখানে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব রাখা হয়েছে।
এদিকে, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভারত, চীন ও ব্রাজিল যদি পুতিনকে শান্তি আলোচনায় বসতে চাপ না দেয়, তবে তার ভয়াবহ প্রতিক্রিয়া তাদের ওপরেই পড়বে।
ভারত ইতিমধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার। বৈশ্বিক পরিস্থিতি ও বাজারের সুযোগ বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিই।’
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলায় ভারত, চীন ও ব্রাজিল কী অবস্থান নেয়, তা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।