উত্তরায় উপদেষ্টাদের আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত যুদ্ধবিমানের ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষার্থীদের বিক্ষোভ। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ফের কলেজে ফিরে যেতে বাধ্য হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাস ত্যাগের চেষ্টা করলেও শিক্ষার্থীরা দিয়াবাড়ি মোড়ে তাঁদের গাড়ি ঘিরে ফেলে। পরে পরিস্থিতি বিবেচনায় গাড়ি ঘুরিয়ে তাঁদের আবার কলেজের ভেতরে ৫ নম্বর ভবনের কনফারেন্স কক্ষে নেওয়া হয়। সেখানে তাঁরা শিক্ষক ও কিছু ছাত্র প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন। যদিও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের ভেতর ও আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।
এর আগে দুপুরে উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক এবং সেগুলো মেনে নেওয়ার বিষয়ে সরকার আন্তরিক। তাঁর ভাষায়, “আমরা প্রতিটি দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।” একইসঙ্গে প্রেস উইংয়ের পক্ষ থেকেও ছয়টি দাবিকেই যৌক্তিক বলে স্বীকৃতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম-পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল, নিরাপদ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং শিক্ষকদের ওপর সেনা সদস্যদের হামলার জন্য নিঃশর্ত ক্ষমা।
গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর। দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।