মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফায় জামায়াতের পূর্ণ সমর্থন

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফায় জামায়াতের পূর্ণ সমর্থন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই জামায়াতের নেতাকর্মীরা এবং তাদের পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী।” তিনি জানান, আহতদের হাসপাতালে নেওয়া, রক্তদান এবং জামায়াতের নিজস্ব অ্যাম্বুলেন্সে ফ্রি সার্ভিসের মাধ্যমে মানবিক সহায়তা দিয়েছে দলটি।

তিনি আরও বলেন, দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সমাজ সংস্কার ও সেবামূলক কাজ জামায়াতের নীতির অংশ। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জামায়াত আমির স্বশরীরে দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, অভিভাবকদের সাহস দেন এবং একজন চিকিৎসক হিসেবে ডাক্তারদেরও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।

নূরুল ইসলাম বুলবুল জানান, সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা। তিনি বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে জামায়াত সবসময় পাশে থাকবে। এটি কোনো দলীয় বিষয় নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্ব।”

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, “সমালোচনা থামাতে পারবে না জামায়াতের মানবিক সেবা। বরং যত বেশি সমালোচনা হবে, তত বেশি শক্তিশালীভাবে সামাজিক কার্যক্রম চালাবে জামায়াত।”

সভায় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। সভা শেষে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ