রাসেলের বিদায়ী ম্যাচেও হারল ওয়েস্ট ইন্ডিজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আন্দ্রে রাসেলের বিদায়ী ম্যাচেও জয়হীন থাকলো ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনের স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় ক্যারিবীয়রা। তবে এই ম্যাচটি বিশেষ ছিল আন্দ্রে রাসেলের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচে নিজের শহরে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন তিনি।
ম্যাচ শুরুর আগে রাসেলকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল হস্তান্তর করেন দেশটির ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ। দুই দলের খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান এই টি-টোয়েন্টি দানবকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৮ উইকেটে ১৭২ রান। শুরুটা ছিল দুর্দান্ত—ব্র্যান্ডন কিং ৫১ রান করেন উদ্বোধনী জুটিতে। তবে ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে হঠাৎই ধসে পড়ে দল। শেষদিকে রাসেলের ব্যাটে কিছুটা চাঙ্গা হয় ইনিংস। ১৫ বলে ৩৬ রান করে বিদায় জানান তিনি। শেষ ৬ ওভারে আসে ৭৩ রান।
জবাবে অস্ট্রেলিয়া ১৫.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। দুই ওপেনারকে হারানোর পর ইংলিস ও ক্যামেরন গ্রিন গড়েন ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি। ইংলিস ৭৮ ও গ্রিন ৫৬ রানে অপরাজিত থাকেন। রাসেল বোলিং করলেও নিজের একমাত্র ওভারে দেন ১৬ রান।
অস্ট্রেলিয়া ম্যাচটি জেতে ২৮ বল হাতে রেখেই। জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে আগামী শনিবার ভোরে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।