পুনরায় ১৯% শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন

পুনরায় ১৯% শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রে ফের বাণিজ্যনীতি কঠোর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যে এবার ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ শুল্ক আরোপ একটি বড় বাণিজ্য চুক্তির অংশ, যার আওতায় ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক প্রত্যাহার করবে এবং সামরিক সহযোগিতাও থাকবে।

তবে এ চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং ফিলিপাইন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। এর আগে ২ এপ্রিল ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেন, সেখানে ফিলিপাইনের ওপর ১৭ শতাংশ শুল্ক ছিল। এখন তা বাড়িয়ে ১৯ শতাংশ করা হলো।

ট্রাম্প দাবি করেন, শুল্ক আরোপের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিচার ঠেকাতে বাণিজ্য অংশীদার দেশগুলোকে ন্যায্য শর্তে রাজি করাতে চান। ইতিমধ্যে ৫৭টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও তা আবার ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

ট্রাম্পের শুল্কনীতিতে ক্ষতির মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর একটি বড় অংশ। জেনারেল মোটরস জানিয়েছে, নতুন শুল্কের কারণে তিন মাসে তাদের ১০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। স্টেলান্টিসের মতো গাড়ি কোম্পানিও ব্যাপক ক্ষতির তথ্য জানিয়েছে।

ফিলিপাইন যুক্তরাষ্ট্রের তুলনামূলক ছোট বাণিজ্য অংশীদার হলেও গত বছর দেশটি ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ছিল বৈদ্যুতিক যন্ত্রপাতি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র ও নারকেল তেল।

অন্যদিকে ট্রাম্প জাপানের সঙ্গে একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছেন, যেখানে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে এবং মার্কিন কৃষিপণ্য ও গাড়ি জাপানি বাজারে প্রবেশাধিকার পাবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ