গতকাল সচিবালয়ে আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর খবর ভুয়া

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গতকাল ২২ জুলাই সচিবালয়ের সামনে চলমান শিক্ষার্থী আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার। ভুয়া তথ্য চিহ্নিত ও যাচাইকারী সংস্থাটি জানায়, এমন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে হাসিরুন মাহিন সূর্য নামের এক শিক্ষার্থী আহত হন। তবে তিনি তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছেন। এ তথ্য তিনি নিজেই রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানায়, সচিবালয়ে শিক্ষার্থীর মৃত্যুর খবরটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। এমন গুজব জনমনে অস্থিরতা তৈরি করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
রিউমার স্ক্যানার আরও জানায়, দেশে সাম্প্রতিক সময়গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। শুধু ২০২৫ সালের এপ্রিল মাসেই অনলাইনে ছড়ানো ২৯৬টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য তারা শনাক্ত করেছে।
ভুয়া তথ্যের বিস্তার রোধে রিউমার স্ক্যানার নিয়মিতভাবে সামাজিক মাধ্যম মনিটর করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সত্যতা তুলে ধরে। তারা জনগণকে গুজবের ফাঁদে না পড়ার এবং যাচাই না করে কোনো খবর শেয়ার না করার আহ্বান জানায়।
সচিবালয় ঘিরে চলমান আন্দোলনে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভিত্তিহীন গুজব আরও বিভ্রান্তি ও সহিংসতার জন্ম দিতে পারে বলে সতর্ক করেছে রিউমার স্ক্যানার। সংস্থাটি গুজব ঠেকাতে সকলের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।