সাত মামলার পলাতক আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বেনাপোল ইমিগ্রেশনে সাত মামলার পলাতক আসামি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। তিনি পাসপোর্ট ও বৈধ ভিসা নিয়ে ভারত যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার তথ্য যাচাই করতে গিয়ে দেখে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক কর্মী। তার বাবার নাম মো. আকিব আলী। ইমিগ্রেশন পুলিশ ডাটাবেজে তার নাম যাচাই করে জানতে পারে, মৌলভীবাজার সদর থানায় তার নামে মোট সাতটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইলিয়াছ হোসাইন মুস্নী জানান, পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় আটক ব্যক্তির নামে মামলা রয়েছে জানতে পারি। সঙ্গে সঙ্গে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, আব্দুস সামাদ একজন পলাতক আসামি এবং তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছিল।
পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
আটকের সময় আব্দুস সামাদ ভারত পালানোর চেষ্টা করছিল কিনা, তা তদন্তসাপেক্ষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।