গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার গুলিস্তান এলাকা থেকে দুই ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। গ্রেফতারকৃতরা হলেন মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পল্টন মডেল থানা সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেফতারে ওই অভিযান পরিচালিত হয়। এ সময় বিস্ফোরণের প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ।
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত দুইজনই বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তারা সংগঠনের সিনিয়র নেতাদের নির্দেশে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধরণের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা ছিল তাদের।
এই ঘটনায় পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে পুলিশ বিজ্ঞপ্তিতে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকারবিরোধী দলগুলো এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সংগঠনের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।