মাইলস্টোন ট্র্যাজেডিতে পোপ লিওর শোকবার্তা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩২ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার ভ্যাটিক্যান সিটির পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা পোপকে ‘গভীরভাবে মর্মাহত’ করেছে।
টেলিগ্রামের মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, পোপ নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদেরকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার করুণাময় ভালোবাসার হাতে সমর্পণ করেছেন। এছাড়া, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন তিনি। বার্তাটি পাঠিয়েছেন হলি সি’র সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিন।
পোপ লিও নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তিনি বাংলাদেশের জনগণের এই শোকের মুহূর্তে পাশে রয়েছেন এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ তাদের ওপর বর্ষিত হোক—এই কামনা করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। শিক্ষার্থীদের ক্লাস চলাকালে ভবনের দোতলায় আঘাত হানে যুদ্ধবিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
এছাড়া, আহত ১৬৫ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচ-ঢাকায় ২৮ জন, লুবনা হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারি পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর মুখপাত্র।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।