গুজব প্রতিরোধে আইএসপিআরের কড়া হুঁশিয়ারি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আহত ও নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
বুধবার (২৩ জুলাই) এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “ঘটনার পর কোনো প্রকার নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। অতীতে যেমন করেছে, এবারও সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত সাড়া দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কোনও তথ্য গোপন করছি না, বরং আমি এবং আইএসপিআরের টিম নিজে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাদের কোনো লুকোচুরি নেই।”
গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইএসপিআরের পরিচালক বলেন, “আমি স্পষ্টভাবে ঘোষণা করছি—যেকোনো গণমাধ্যম, সাংবাদিক বা গবেষক এই বিষয়ে সরেজমিন তদন্ত করতে পারেন। চাইলে সেনাবাহিনীর সদস্যদের ইন্টারভিউ নেওয়া যাবে এবং সংশ্লিষ্ট স্থান পরিদর্শনও করা যাবে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। “এই ধরনের গুজব জাতির জন্য ক্ষতিকর এবং এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে,” বলেন লে. কর্নেল সামি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর সকল গণমাধ্যম এবং সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানায়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।