চার বছর পরে সেরা দশে মোস্তাফিজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
টি-টোয়েন্টি বোলারদের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, তিনি এক লাফে ১৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা দশে। বর্তমানে তিনি ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের ফলেই এই উন্নতি এসেছে মোস্তাফিজের র্যাঙ্কিংয়ে। সিরিজের প্রথম ম্যাচেই তিনি ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের এটিই সবচেয়ে কিপটে স্পেল। পরের ম্যাচেও তার বোলিং ছিল দারুণ। ৩.২ ওভারে ১৫ রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাঁকে পৌঁছে দিয়েছে টপ টেনে।
শুধু মোস্তাফিজ নন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো খেলার পুরস্কার পেয়েছেন আরও কয়েকজন টাইগার বোলার ও ব্যাটার। শেখ মেহেদী, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ১১ রানে ৪ উইকেট শিকার করেন এবং পাকিস্তানের বিপক্ষে দু’ম্যাচে ৩ উইকেট নিয়েছেন, তিনি নয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। তাসকিন আহমেদ ২৭তম, তানজিম সাকিব যৌথভাবে ৩৭তম এবং শরিফুল ইসলাম এখন ৪৩ নম্বরে।
অন্যদিকে, রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে ২০তম এবং হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে ৪০তম স্থানে নেমে গেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এসেছে কিছু পরিবর্তন। তানজিদ তামিম ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। তাওহীদ হৃদয় ৩৯তম, জাকের আলী ৫৩তম এবং ইমন ৬৩তম স্থানে পৌঁছেছেন। তবে লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন ৪৫ নম্বরে অবস্থান করছেন।
বাংলাদেশের ক্রিকেটারদের এই র্যাঙ্কিং উন্নতি প্রমাণ করে, সাম্প্রতিক সময়ে দল হিসেবে ভালো অবস্থানেই রয়েছে টাইগাররা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।