খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণ, কিন্তু তদারকিতে কোথায় যাচ্ছে দুর্বলতা?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বাজার তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি তৈরি হচ্ছে। তিনি বলেন, মানুষের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যপণ্যের বাজারও সম্প্রসারিত হচ্ছে। তবে বাজার তদারকির ক্ষেত্রে দুর্বলতা দেখা দিচ্ছে, যা বাজারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি সৃষ্টি করছে।
তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার বাজার তদারকিতে আগের সরকারের মতোই একই ধরনের উদ্যোগ নিচ্ছে, যা আমাকে মর্মাহত করে। আমরা নীতিগত দুষ্টচক্রে আটকে আছি, যা ভাঙা অত্যন্ত জরুরি, বিশেষ করে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে।’
রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার ‘বণিক বার্তা’ আয়োজিত এক নীতিসংলাপে তিনি এসব কথা বলেন। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক এই সংলাপে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার মূল কারণ হলো পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাব। তিনি বলেন, ‘সরকারের কাছে বার্ষিক উৎপাদন ও সরবরাহের তথ্য থাকলেও দৈনন্দিন চাহিদা ও জোগানের তথ্য নেই। অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তথ্য না থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে তা পাওয়া যায়। ব্যবসায়ীদের কাছেও এ ধরনের তথ্য থাকে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘খাদ্যস্ফীতি আসলে রোগের উপসর্গ মাত্র, সমস্যা নয়। অনেক সময় উৎপাদন পর্যাপ্ত থাকার পরও বাজারে সংকট দেখা দেয়। চাহিদার হিসাবও আমাদের সঠিকভাবে করা হয় না। সরকারের কাঠামোর মধ্যে এ ধরনের তথ্য-উপাত্ত থাকা দরকার।’ তিনি জোর দিয়ে বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে ডিজিটালাইজড ও সমন্বিত খাদ্য সরবরাহব্যবস্থা গড়ে তুলতে হবে, যদিও এতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘রোজার মাসে পণ্যের দাম বাড়বে কি না, তা আমরা জানি না। ইতিমধ্যে খেজুরের দাম বেড়ে গেছে। কয়েক দিন আগে দেখলাম, বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই। রোজার সময় নিত্যপণ্যের দাম কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা জানা জরুরি।’ তিনি আমদানি করা ফলে কর বৃদ্ধির সমালোচনাও করেন।
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান প্রমুখ।