বিজিবিতে নারী ও পুরুষ সিপাহী নিয়োগ চলছে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ১০৪তম ব্যাচে অতিরিক্ত সিপাহী (জিডি) পদে নারী ও পুরুষ সদস্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৩ জুলাই ২০২৫ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
আবেদন করতে পারবেন দেশের সব জেলার প্রার্থীরা।
আবেদন করার জন্য মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ এবং উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।
বয়স হতে হবে ৫ অক্টোবর ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত কেউ এই নিয়োগে আবেদন করতে পারবেন না।
পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি। ওজন ৪৯ কেজির কিছু বেশি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ একটু কম হলেও চলবে।
নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি। ওজন প্রায় ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফুট এবং ওজন ৪৩ কেজির কিছু বেশি হলেই চলবে।
সব প্রার্থীদের চোখের দৃষ্টি স্বাভাবিক অর্থাৎ ছয় ছয় থাকতে হবে।
এই পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশ টাকা পর্যন্ত বেতন পাবেন। সঙ্গে থাকবে রেশন, বাসস্থান, চিকিৎসা, পোশাকসহ সরকারি অন্যান্য সুযোগ সুবিধা।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি হিসেবে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে মোট ছাপ্পান্ন টাকা।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করতে হবে বিজিবির ওয়েবসাইট।
ওয়েব ঠিকানা হলো www.bgb.gov.bd
আবেদন করতে দেরি না করে এখনই প্রস্তুতি শুরু করুন। দেশের নিরাপত্তা রক্ষার মতো সম্মানজনক চাকরির সুযোগ হাতছাড়া করবেন না।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।