১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীরা গ্রেফতার, মোবাইল উদ্ধার

১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীরা গ্রেফতার, মোবাইল উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাংবাদিক দম্পতির ওপর সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। অভিযানের সময় ছিনতাইকৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সংলগ্ন একটি গলিতে রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন এক সাংবাদিক ও তার স্ত্রী। এ সময় তিনজন ছিনতাইকারী চাপাতি হাতে রিকশার পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের আঘাতে সাংবাদিক আহত হন।

ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় অভিযোগ জানালে, তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের ফলেই শুক্রবার সকাল নাগাদ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, এদের মধ্যে ইউসুফ মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধারকৃত মোবাইল সেট ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এই দ্রুততম অভিযানের মাধ্যমে পুলিশ জননিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করছেন এলাকাবাসী।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ