মেট্রোরেল যুগে ঢাকায় যোগাযোগের নতুন দিগন্ত, স্মার্ট সিটি বসুন্ধরার সম্ভাবনার কেন্দ্রে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে এগোচ্ছে রাজধানী। মেট্রোরেল প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলে গড়ে উঠছে আধুনিক অবকাঠামো। এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বসুন্ধরা এলাকা।
নির্মাণাধীন এমআরটি লাইন ০১ ও এমআরটি লাইন ০৫-এর আওতায় ছয়টি নতুন মেট্রো স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে—ভাটারা, নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, বসুন্ধরা এবং মস্তুল। এই স্টেশনগুলোর মাধ্যমে রাজধানীর মূল কেন্দ্রগুলোর সঙ্গে বসুন্ধরার সরাসরি ও স্বাচ্ছন্দ্যময় সংযোগ স্থাপন হবে।
স্মার্ট নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বসুন্ধরা হয়ে উঠছে ঢাকার একটি নতুন আধুনিক হাব। আধুনিক আবাসন, বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসমৃদ্ধ এই এলাকা মেট্রোরেলের মাধ্যমে যুক্ত হলে মানুষের যাতায়াতে গতি আসবে এবং নগরজীবনে সময় ও খরচ উভয়ই কমবে।
এই মেট্রো সংযোগ বসুন্ধরাকে শুধু আবাসনের জন্য নয়, ব্যবসা ও শিক্ষার জন্যও আরও আকর্ষণীয় করে তুলবে। একইসঙ্গে ঢাকার পূর্বাঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় শহরের দূরত্ব কমিয়ে আনবে, যা দীর্ঘদিনের যোগাযোগ সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, স্মার্ট সিটির লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ ঢাকার সামগ্রিক পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।