রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩০ লাখ টাকার হেরোইন জব্দ, আটক ১

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩০ লাখ টাকার হেরোইন জব্দ, আটক ১
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলঘাতুয়া গ্রামের বাসিন্দা মরহুম ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে আবু হানিফ বিশ্বাস (৪২)। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল চন্দনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আবু হানিফ। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু হানিফ হেরোইন বহনের কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। গ্রেফতারের সময় তার সঙ্গে আরও কেউ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আবু হানিফ বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ