মালয়েশিয়া বিমানবন্দর থেকে আরো ৮০ বাংলাদেশি ফেরত

মালয়েশিয়া বিমানবন্দর থেকে আরো ৮০ বাংলাদেশি ফেরত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বারনামার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত শুক্রবার বিমানবন্দরে টার্মিনাল-১ এ ৭ ঘন্টার বিশেষ অভিযান চালায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এসময় ৪০০ জন যাত্রীর  বিস্তারিত তথ্য যাচাই করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের উদ্দেশ্যে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

এদিকে, এজেন্সির করপোরেট কমিউনিকেশন ইউনিট তাদের বিবৃতিতে জানায়, "প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ। তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক। ভ্রমণের কারণ সন্দেহজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসংগতি থাকায় তাদের অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি।"

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্ধারিত প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ