গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজীপুরের শ্রীপুরে আরএকে সিরামিক কারখানার কয়েক শতাধিক শ্রমিক বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে রোববার (২৭ জুলাই) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ৭টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সকাল সোয়া ৯টা পর্যন্ত বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছিল বলে জানা গেছে। পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরাতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তবে পুলিশের হস্তক্ষেপের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাধারণ যাত্রী ও যানবাহনচালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “ঘটনাস্থলে দ্রুত পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন বাধ্য হয়ে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।”
এদিকে আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে তাদের বেতন আটকে রয়েছে। বারবার দাবি জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি পূরণ করেনি। ফলে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।