হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবন, জলাবদ্ধতায় দুর্ভোগে হাজারো পরিবার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অমাবস্যা, গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং লাগাতার ভারী বৃষ্টিপাতে হাতিয়ার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জোয়ার। এতে পানির তোড়ে প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বিগত দুই দিনের অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে নিঝুম দ্বীপ, সুখচর, চরঈশ্বর, হরণী ও সোনাদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরে থাকা বসতঘর, রান্নাঘর, রাস্তাঘাট ও মাছের ঘের ডুবে গেছে। অনেক স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে।
সুখচর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, সোনাদিয়ার চরচেঙ্গা, নলচিরার তুফানিয়া ও আল-আমিন গ্রাম, চরইশ্বর ও হরণীর বেশ কিছু এলাকা সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ, ঢালচর, দমারচর, বয়ারচরসহ উপকূলের বেশ কয়েকটি চরে বসবাসকারী পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে।
স্থানীয়রা জানান, একাধিকবার দাবি জানানো হলেও এখনো এসব এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি। সোনাদিয়ার জেলে আবুল কাশেম বলেন, “শুধু চাই একটি শক্ত বেড়িবাঁধ—যাতে পরিবার নিয়ে নিরাপদে বাঁচতে পারি।” চরচেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান বলেন, “উপকূল উন্নয়নে চাই টেকসই পরিকল্পনা, শুধু মানবিক সহানুভূতি নয়।”
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জামিল আহমেদ পাটোয়ারী জানান, উচ্চ জোয়ারের কারণে চার কিলোমিটারের মতো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বেড়িবাঁধ ক্ষতির বিষয় ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। দুর্গত মানুষের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।