রংপুরে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি, অভিযুক্ত যুবক 'রঞ্জন রায়' গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় রঞ্জন রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রঞ্জন ওই গ্রামের সুজন চন্দ্রের ছেলে।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, রঞ্জন রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একাধিকবার ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য এবং ছবি পোস্ট করেন। এতে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে একাধিকবার হামলা চালায় ও ভাঙচুর করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তেজিত জনতাকে শান্ত রাখার জন্য। পরিস্থিতি যাতে আর না ঘোলাটে হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মৃধা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে জনগণকে শান্ত থাকার অনুরোধ করছি। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, সামাজিক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা এবং তথ্যপ্রযুক্তি আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর গ্রামজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।