গুগলের নতুন ফিচার ‘ওয়েব গাইড’

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অনলাইনে তথ্য খোঁজার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গুগলের অবস্থান অনেক আগেই প্রতিষ্ঠিত। এবার গুগল নিয়ে এলো এক নতুন বৈপ্লবিক পরিবর্তন—‘ওয়েব গাইড’ বা ‘ওয়েব নির্দেশিকা’। নতুন এই ফিচার ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধানের পদ্ধতিকে করবে আরও সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য।
গুগলের নতুন এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘Search Labs’ বা অনুসন্ধান পরীক্ষা প্রকল্পে। আগ্রহীরা সেখানে গিয়ে সক্রিয় করতে পারবেন এই সুবিধা। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর এই ফিচারটি কাজ করে প্রাসঙ্গিকতা ভিত্তিক শ্রেণিবিন্যাসের মাধ্যমে। এর ফলে যেকোনো বিষয়ে অনুসন্ধান করলে শুধু লিঙ্কের তালিকা নয়, বরং সংক্ষিপ্ত উপসংহারসহ বিষয়ভিত্তিক সাজানো ফলাফল পাওয়া যাবে।
উদাহরণস্বরূপ, কেউ যদি গুগলে লেখেন “আম্রগাছের যত্ন কেমন নিতে হয়”, তাহলে গুগল প্রথমে দুটি গুরুত্বপূর্ণ উৎস দেখাবে। এরপর এআই-এর সহায়তায় একটি সংক্ষিপ্ত সারাংশ উপস্থাপন করবে। শেষে অনুসন্ধানের বিষয়বস্তু অনুযায়ী ফলাফলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত করে সাজানো থাকবে। এতে ব্যবহারকারীরা কম সময়ে আরও নির্ভুল ও প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন নতুন প্রজন্মের তথ্য অনুসন্ধানে একটি বড় সুবিধা এনে দেবে। এতে করে শুধু সময় বাঁচবে না, বরং ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভ্রান্তিকর বা ভুল তথ্য থেকেও অনেকাংশে মুক্তি পাওয়া যাবে।
গুগল জানিয়েছে, ভবিষ্যতে এই ফিচারটি মূল সার্চ রেজাল্টেই অন্তর্ভুক্ত হবে, যা গুগলের সার্চ অভিজ্ঞতাকে আরও মানবকেন্দ্রিক, প্রাসঙ্গিক ও ব্যবহারবান্ধব করে তুলবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।