"হাসিনা সরকারের শাসন ছিল অগণতান্ত্রিক ও ভারতভিত্তিক"

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশ্লেষক ড. মাহমুদুর রহমান বলেন, “দিল্লির আশীর্বাদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে টিকে ছিল।” তিনি অভিযোগ করেন, ভারত সরকার আঞ্চলিক আধিপত্যবাদী কৌশলের অংশ হিসেবে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে এসেছে।
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। এটি প্রমাণ করেছে, জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস এবং কোনো বিদেশি শক্তির চক্রান্ত চিরকাল টিকতে পারে না।” মাহমুদুর রহমান দাবি করেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার এই অঞ্চলে ‘রিজিওনাল হেজিমনি’ প্রতিষ্ঠার লক্ষ্যে হাসিনা সরকারকে ব্যবহার করেছে।
ড. মাহমুদুর রহমান আরও বলেন, “যখন কোনো শাসক জনগণের ওপর নয় বরং বিদেশি শক্তির ওপর নির্ভর করে, তখন সেই সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। হাসিনা সরকার ছিল সম্পূর্ণ ভারতনির্ভর। পতনের পর তিনি দিল্লিতে গিয়ে আশ্রয় নেন এবং ভারত তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে।”
তিনি বলেন, “জুলাই বিপ্লব কেবল বাংলাদেশের জন্য নয় বরং বিশ্বের সকল স্বৈরাচারী শাসকদের জন্য একটি বার্তা। গণতন্ত্রকে চিরকাল দমন করে রাখা যায় না।” তিনি আরও যোগ করেন, “ভারতের উচিত হবে বুঝে নেওয়া যে, গত ১৫ বছরে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বেড়েছে এবং তার জন্য তারাই দায়ী।”
সম্মেলনটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও গবেষণা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (RIT)’। সম্মেলনে সহ-আয়োজক ছিল দেশি-বিদেশি আরও ১৩টি প্রতিষ্ঠান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।