পদ্মা ব্যারাজ বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি: মির্জা ফখরুল

পদ্মা ব্যারাজ বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি: মির্জা ফখরুল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-জীবিকার প্রশ্নে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই প্রকল্প দুটি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক অঙ্গীকার। রোববার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রায় আট কোটি মানুষের জীবন-জীবিকা এই দুটি প্রকল্পের সঙ্গে জড়িত। দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাইয়ের পরও আজ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি মনে করেন, দেশের দক্ষিণাঞ্চলের টিকে থাকার জন্যই এই প্রকল্প দুটি সময়োপযোগী ও অপরিহার্য।

তিনি বলেন, “পদ্মা ব্যারাজ শুধু ফরিদপুর নয়, বরং সমগ্র দক্ষিণাঞ্চলের নিরাপত্তা ও জীবনযাত্রার প্রশ্ন। বহু মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়া এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এই সংকট নিরসনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “যেভাবে মওলানা ভাসানী ফারাক্কা আন্দোলনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি এখন সময় এসেছে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়েও গণজাগরণ গড়ে তোলার।” তিনি বিএনপির পক্ষ থেকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের জনজীবন রক্ষায় এই প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা দরকার। তারা সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে এই বিষয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ