৬ মাসে পুষ্টিহীনতায় নাইজেরিয়াতে ৬৫২ শিশুর করুণ মৃত্যু

৬ মাসে পুষ্টিহীনতায় নাইজেরিয়াতে ৬৫২ শিশুর করুণ মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ পুষ্টিহীনতা পরিস্থিতির কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এক বিবৃতিতে জানিয়েছে, বছরের শুরু থেকে তারা পরিচালিত বিভিন্ন কেন্দ্রে এই শিশুদের মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে। সংস্থাটি বলছে, প্রয়োজনীয় চিকিৎসাসেবা সময়মতো না পাওয়ায় এসব শিশু মারা গেছে।

বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে সাহায্য হ্রাসের ফলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কমে যাওয়ায় অপুষ্টিতে ভোগা শিশুদের সঠিক চিকিৎসা করা সম্ভব হচ্ছে না বলে জানান এমএসএফের নাইজেরিয়া প্রতিনিধি আহমেদ আলদিখারি। তিনি বলেন, “এই সংকটের মাত্রা সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।”

চলতি বছরের প্রথমার্ধে শুধুমাত্র কাটসিনা রাজ্যেই প্রায় ৭০ হাজার শিশুর অপুষ্টির চিকিৎসা করেছে এমএসএফ, যাদের মধ্যে প্রায় ১০ হাজারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আগের বছরের তুলনায় এবার তীব্র ও প্রাণঘাতী অপুষ্টির হার বেড়েছে ২০৮ শতাংশ।

এমএসএফ পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭৫০ জন মায়ের মধ্যে অর্ধেকের বেশি মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছেন, যাদের মধ্যে ১৩ শতাংশের অবস্থা অত্যন্ত গুরুতর।

অন্যদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, অর্থসংকটে তারা জুলাইয়ের শেষ নাগাদ উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ১৩ লাখ মানুষকে খাদ্য ও পুষ্টিসহায়তা দেওয়া বন্ধ করতে বাধ্য হবে।

পুষ্টিহীনতা, সহায়তার ঘাটতি এবং নিরাপত্তা সংকট একত্রিত হয়ে নাইজেরিয়ার শিশুদের জন্য এক মর্মান্তিক বাস্তবতা তৈরি করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ