সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রীর জানাজার ৩০ মিনিট আগে স্বামীর মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রীর জানাজার ৩০ মিনিট আগে স্বামীর মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

(২ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইলামেরগাঁও আটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে শনিবার বিকেল পাঁচটার দিকে মারা যান মোছা. হাওয়ারুন নেছা (৭৯) রোববার বেলা ১১টায় তার জানাজা হাওয়ার কথা ছিল। এর আগেই সকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তার স্বামী জমসেদ আলী (৯৮)। দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা শেষে জমসেদ আলী স্ত্রীর জানাজায় অংশ নিতে বাড়ি ফেরেন। জানাজা শুরুর আধা ঘণ্টা আগে জমসেদ মারা যান। তবে হাওয়ারুন নেছার জানাজা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। এরপর আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জমসেদের মরদেহ দাফন করা হয়। এ দম্পতির মরদেহ একই কবরস্থানে পাশাপাশি  দু জনকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে মরহুম দম্পতির ছেলে আব্দুল  আজিজ বলেন, ‘আমার মায়ের মৃত্যুর পর আজ রবিবার সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজের কথা ছিল। এর ঘণ্টাখানেক আগে হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিই। চিকিৎসা শেষে বাড়িতে আসার পর মায়ের জানাজার নামাজের আগেই বাবাও মারা যান। একসঙ্গে বাবা-মাকেও হারানো খুবই কষ্টদায়ক।
 


সম্পর্কিত নিউজ