ফেনীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী নিহত, আহত ৮

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফেনীর লালপুল এলাকায় ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গিয়ে রাজিব হোসেন রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন রাজু নোয়াখালীর চর জব্বর থানার পশ্চিম চরজব্বর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। বিষয়টি নিশ্চিত করেছে মহিপাল হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, মাইক্রোবাসটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে লালপুল এলাকায় সন্ধানী ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই আহত হন।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। বাকি আটজন আহতের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন—মেহেদী হাসান (২০), শাকিল (২৪), ইবরাহিম (২৫), মাহফুজ (৩০), রাকিব (২৫) ও আমজাদ হোসেন (২৮)। তাদের সবার বাড়ি নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন স্থানে।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে গাড়ি দুটি সরিয়ে নিয়ে স্বাভাবিক অবস্থায় আনা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।