বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ১ কোটি মানুষ

বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ১ কোটি মানুষ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে একজনের মৃত্যু হয়। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। বর্তমানে দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, যার মধ্যে প্রায় ১০ লাখ রোগী হেপাটাইটিস বি ভাইরাস বহন করছেন। রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যয় হচ্ছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, লিভার ক্যান্সার ও সিরোসিসের অন্যতম প্রধান কারণ হলো হেপাটাইটিস বি ও সি ভাইরাস। বাংলাদেশে লিভার ক্যান্সার ও সিরোসিসে আক্রান্ত ৬০-৭০ শতাংশ রোগী হেপাটাইটিস বি সংক্রমণের শিকার। গবেষণায় দেখা গেছে, হেপাটাইটিস বি-তে আক্রান্ত অর্ধেক রোগীর চিকিৎসা ব্যয়ই পৌঁছে যাচ্ছে ৩ বিলিয়ন ডলারে।

এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা প্রাথমিকভাবে জ্বর, ক্ষুধামান্দ্য, বমিভাব, গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে মল, পেটব্যথা ও জন্ডিসে ভোগেন। অনেক সময় রোগটি যকৃৎ বিকল বা ক্যান্সারে রূপ নেয়।

নোবেলজয়ী বিজ্ঞানী বারুচ ব্লমবার্গ হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন ও এর প্রতিষেধক তৈরি করেন। তার জন্মদিন ২৮ জুলাইকে সম্মান জানিয়ে এই দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ ও ২০৩০ সালের মধ্যে শিশুদের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হার যথাক্রমে ০.৫ শতাংশ ও ০.১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রতি লাখে মৃত্যু ২০২৫ সালের মধ্যে ৭ জন ও ২০৩০ সালের মধ্যে ৪ জনে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস নির্মূলে নবজাতকের টিকা নিশ্চিতকরণ, নিরাপদ পানি ও খাদ্য নিশ্চিত করা এবং আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করাই হতে হবে প্রধান কৌশল। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সেলিমুর রহমান বলেন, “এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় প্রতিরোধই হতে পারে একমাত্র উপায়।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ