আজ সন্ধ্যায় দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর সংক্রান্ত পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনার কারণে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় এমন আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
এদিকে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকেও এ বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নদীবন্দর এবং আশপাশের নৌচলাচলের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মাঝি-মাল্লা ও জেলেদেরও অস্থায়ী ঝোড়ো হাওয়ার বিষয়টি মাথায় রেখে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বিরাজ করছে। চলতি বর্ষা মৌসুমে এমন বৈরী আবহাওয়া কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।