কক্সবাজারে পূর্বশত্রুতার জেরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে পূর্বশত্রুতার জেরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আবদুর রহিম (৬০) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। রাতে আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাঝেরডেইল এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চকরিয়ার ছাইরাখালী এলাকায় পরিবারসহ বসবাস করে গরু ব্যবসা করে আসছিলেন।

নিহতের কন্যা শামীমা আক্তার রিনা জানান, ঘটনার সময় তিনি ও তার মা অসুস্থ ছোট ভাইকে দেখতে মহেশখালীতে ছিলেন। বাড়িতে ছিলেন কেবল তার ছেলে আবিদুর রহমান তুহিন ও বাবা আবদুর রহিম। সকালবেলা তুহিন মাদরাসায় গেলে রহিম একা ছিলেন। বিকেলে মাদরাসা থেকে ফিরে নানাকে না পেয়ে খুঁজতে গিয়ে ঘরের ভেতর এক বেঞ্চে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখনই তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়িতে একা পেয়ে আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করে এবং গরু কেনার জন্য রাখা নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম জানান, প্রতিবেশী আব্বাসের স্ত্রী লিনুর সঙ্গে বাড়ির ময়লা ফেলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি খুনিদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ