ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে ছিলো যে দেশগুলো

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের ১২০টি দেশ ইসরায়েলের হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যৌক্তিক ও ন্যায্য অবস্থান নিয়েছিল, যা আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে।
আরাগচি জানান, ইসরায়েলের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পরোক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ আলোচনার নেতৃত্ব দেয়। আলোচনার মাধ্যমে ইরান শুধু সংঘাত এড়াতেই সক্ষম হয়নি, বরং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা প্রমাণ করতেও সক্ষম হয়েছে। তিনি বলেন, অনেকে মনে করেন আলোচনা যুদ্ধ ডেকে এনেছে, কিন্তু বাস্তবে যুদ্ধ হতোই; বরং আলোচনার মাধ্যমে ইরান কূটনৈতিকভাবে প্রস্তুত হতে পেরেছে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ১২ দিনব্যাপী এই হামলার পর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান এলাকার পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলে।
জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়। এতে দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। একইসঙ্গে কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি বাহিনী।
২৪ জুন থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। তবে উত্তেজনা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনও উত্তপ্ত।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।