নওগাঁয় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

নওগাঁয় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম শেখ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম শেখ রাজশাহী জেলার পবা থানার ধর্মহাটা এলাকার সেহেরদী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মান্দা উপজেলার গোররা গ্রামে নানাবাড়ির উদ্দেশে রওনা হন নাঈম শেখ। পথে লক্ষীরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নাঈম গুরুতরভাবে মাথায় আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় সড়কটিতে নিয়মিতভাবে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চলাচল রয়েছে। তবে সড়কে কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে উদ্বেগ বাড়ছে।

নাঈম শেখের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ