বাস-ট্রাক ভয়াবহ সংঘর্ষে ১৬ জনের মৃত্যু, আহত অন্তত ৫১

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আইভরি কোস্টের উত্তরাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের, আহত হয়েছেন অন্তত ৫১ জন। রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির সান পেড্রো অঞ্চল থেকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগু অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাস এবং একটি ক্রেন সংযুক্ত ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে আইভরি কোস্টের পরিবহন মন্ত্রণালয়।
আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশটির বৃহত্তম শহর আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হতাহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৬টায় (০৬০০ জিএমটি)। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং রাস্তার বেহাল অবস্থা এর জন্য দায়ী।
আইভরি কোস্টসহ আফ্রিকার বহু দেশেই সড়ক নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। দীর্ঘ পথ পাড়ি দিতে ব্যবহৃত বাসগুলোর মান, চালকদের প্রশিক্ষণ, এবং রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকার সড়ক নিরাপত্তা উন্নয়নের বিষয়ে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতায় খুব বেশি অগ্রগতি হয়নি। স্থানীয় জনগণ ও যাত্রী পরিবহন সংস্থাগুলো বারবার সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছে।
দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।