রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানা গেল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের দিনক্ষণ ঘোষণা করেছে মধ্য এশিয়ার মুসলিম দেশ কাজাখস্তান। এক মাস আগেই রমজান মাস শুরুর তারিখ ও দিন ঘোষণা করেছে দেশটির ‘মুসলিম প্রশাসন’।
কাজাখস্তানের সংবাদমাধ্যম কাজিইনফরম ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। আগামী ১ মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। সেই সঙ্গে ২৬ রমজানের রাতে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর পালিত হবে যা ২৬ মার্চ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়ে ২৭ মার্চ ভোর পর্যন্ত বহাল থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে।তারা জানিয়েছে, কাজাখস্তানে আগামী ৬, ৭ ও ৮ জুন ৩ দিন ব্যাপী ঈদুল আজহা এবং কুরবানি উদযাপিত হবে। ফতোয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে এই ধর্মীয় উৎসবগুলো উল্লেখিত তারিখের একদিন আগে বা পরে পালিত হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।