সিলেট কেন্দ্রীয় কারাগারে তীব্র পানি সঙ্কট, ৮ পাম্পের ৪টি অচল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সিলেট কেন্দ্রীয় কারাগারে ভয়াবহ পানি সঙ্কট দেখা দিয়েছে। কারাগারে থাকা আটটি পানির পাম্পের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে অচল রয়েছে। সম্প্রতি চালু থাকা আরও একটি পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সঙ্কট চরমে উঠেছে। এতে তীব্র গরমের মধ্যে দুর্ভোগে পড়েছেন কারাগারে থাকা ১৫ শতাধিক বন্দী।
কারা কর্তৃপক্ষ দাবি করছে, বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ অব্যাহত রয়েছে। তবে বন্দীদের অভিযোগ, এই ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে বাধ্য হয়ে অনেকেই কারাগারের ভেতরের পিসি দোকান থেকে পানি কিনে চাহিদা মেটাচ্ছেন।
সূত্র জানায়, বাদাঘাটে অবস্থিত এ কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য আটটি পাম্প রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে চারটি পাম্প অচল। অবশিষ্ট চারটি পাম্প দিয়ে পুরো বন্দী সংখ্যার পানি চাহিদা মেটানো হচ্ছিল। কিন্তু সম্প্রতি আরও একটি পাম্প বন্ধ হয়ে গেলে পানি সঙ্কট ভয়াবহ রূপ নেয়।
গত শনিবার (২৬ জুলাই) এক বন্দীর আত্মীয়ের মাধ্যমে বিষয়টি বাইরে জানাজানি হয়। এরপর রোববার (২৭ জুলাই) সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের একটি টিম কারাগার পরিদর্শনে যায়। তবে পাম্পটি কবে নাগাদ পুনরায় চালু করা সম্ভব হবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জানান, কারাগারটি সিটি করপোরেশন এলাকায় অবস্থিত হওয়ায় তারা সিসিকের সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, পাম্পটি পরীক্ষা-নিরীক্ষা শেষে ত্রুটির ধরন বুঝে ব্যবস্থা নেয়া হবে।
কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, তিনি সদ্য যোগদান করেছেন, ফলে আগে থেকে অচল থাকা পাম্পগুলোর বিষয়ে নিশ্চিত নন। তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।