কঙ্গোতে গির্জায় ভয়াবহ হামলায় ৯ জন শিশুসহ ৪৩ জন নিহত

কঙ্গোতে গির্জায় ভয়াবহ হামলায় ৯ জন শিশুসহ ৪৩ জন নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। রোববার ইতুরি প্রদেশের কোমান্ডা শহরে প্রার্থনার সময় অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীরা এ হামলা চালায়। জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন ও কঙ্গোর সেনাবাহিনীর বরাতে এএফপি জানায়, কয়েক মাসের শান্তির পর এমন নৃশংস হামলায় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই হামলায় নয়জন শিশুসহ ৪৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জাতিসঙ্ঘ মিশন। হামলাকারীরা চাপাতি দিয়ে অধিকাংশকে হত্যা করে। কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, হামলার পেছনে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য ঘোষণা করা এডিএফ দায়ী। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো জানান, হামলাকারীদের চিহ্নিত করা গেছে।

স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানায়, কোমান্ডা শহরের এই গির্জাটি তিনটি প্রদেশ- শোপো, উত্তর কিভু এবং মানিয়েমা’র সংযোগস্থলে অবস্থিত। কয়েক মাস শান্ত থাকার পর এই হত্যাযজ্ঞ এলাকা জুড়ে নতুন করে নিরাপত্তা সংকটের জন্ম দিয়েছে।

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে এই হামলাকে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, উপাসনালয়ে শান্তিপ্রিয় নাগরিকদের লক্ষ্য করে এমন আক্রমণ অমার্জনীয়।

মূলত উগান্ডার মুসলিম বিদ্রোহীদের গঠিত এডিএফ গত কয়েক বছরে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ২০২১ সালে কঙ্গো ও উগান্ডা যৌথভাবে “শুজা” নামের অভিযান শুরু করলেও তা বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা এডিএফের ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং জনগণকে সতর্ক থেকে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ