সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সিলেটের বিয়ানীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বদরুল ইসলাম (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি সোনালী ব্যাংক পিএলসি’র চারখাই বাজার শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত বদরুল ইসলামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই সময় বদরুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস আহত যাত্রীদের উদ্ধার করলেও বদরুলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাত ১২টার দিকে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটি তুললে তার নিথর দেহ বাসের নিচ থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হন সংশ্লিষ্টরা।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছে।

প্রসঙ্গত, নিহত বদরুল ইসলাম ব্যাংক কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন সদালাপী, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্মরণ করছেন।

প্রতিদিন সড়কে ঘটে যাওয়া এমন দুর্ঘটনা আর কত প্রাণ কেড়ে নেবে—এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং চালকদের সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ