রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭২৪ মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭২৪ মামলা দায়ের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭২৪টি মামলা দায়ের করেছে। রোববার (২৭ জুলাই) পরিচালিত এই অভিযানে ২৬১টি যানবাহন ডাম্পিং এবং ১০৫টি যানবাহন রেকার করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাণিজ্যিক এলাকা ও যানজটপ্রবণ পয়েন্টগুলোতে এ অভিযান পরিচালিত হয়। মূলত ট্রাফিক আইন ভঙ্গ, অবৈধ পার্কিং, লাইসেন্সবিহীন চালনা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং নিষিদ্ধ জায়গায় গাড়ি থামানোসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও সহায়তা করেছে। যানজট নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়।

সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই নয়, জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। তাই ডিএমপি নিয়মিত প্রচারাভিযানও চালিয়ে যাচ্ছে। এ ছাড়া যেসব চালক ও যাত্রী নিয়ম মেনে চলছেন, তাদের উৎসাহিত করতেও বিশেষ কর্মসূচি নেয়া হচ্ছে।

ডিএমপি আরও জানায়, নগরবাসীর সহযোগিতা ছাড়া এ ধরনের কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই সবার প্রতি আহ্বান জানানো হয়েছে—ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ শহর গড়তে সহযোগিতা করুন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ