ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু তাহের (৪২)। সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু তাহের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার বাসিন্দা এবং মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে তিনি হঠাৎ জ্বরে আক্রান্ত হন। এরপর গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দু’দিন চিকিৎসা চললেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালেই মৃত্যুবরণ করেন তিনি।

আবু তাহেরের মৃত্যুর খবরে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। নিহতের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা চিকিৎসার সব চেষ্টা করেছি। কিন্তু শেষ রক্ষা হলো না। তার তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে এখন আমরা গভীর উদ্বেগে আছি।”

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, “আবু তাহের খুবই বিনয়ী, সদালাপী ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। সব সময় হাসিমুখে কথা বলতেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

এদিকে, ডেঙ্গু রোগে একজন গুণী শিক্ষকের মৃত্যুতে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, আবু তাহের ছিলেন মানবিক ও সমাজসেবায় অগ্রগামী একজন মানুষ। তার এই অকাল মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ