আইনশৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টার পর্যালোচনা সভা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই।
সভায় বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনকালীন সহিংসতা, গুজব, মিথ্যা তথ্য প্রচার, রাজনৈতিক উত্তেজনা ইত্যাদি বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো, এলাকায় এলাকায় নিয়মিত টহল জোরদার করা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের আস্থার পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
সভায় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করতে নির্দেশনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।