জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ৬০ হাজার সেনা মোতায়েন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিতীয় দফার বৈঠক শেষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রেস সচিব বলেন, সেনাবাহিনী নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ৫ আগস্টের পর থেকেই তারা মাঠে থাকবেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা শক্ত ভূমিকা রাখবে। এ ছাড়া নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোয়েন্দা সংস্থাগুলোকেও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে নির্বাচনের সময় কোনো গোয়েন্দা দুর্বলতা না থাকে, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যথাযথ সমন্বয় বজায় রাখা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আরও দক্ষতা বাড়ানো প্রয়োজন। নির্বাচন যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।